At present, the biggest obstacle to online business is insecure transactions. We regularly get news through paper/Facebook that many people are cheated by making payments to personal Bikash accounts without knowing anything. Customers need to be aware of this. Therefore, to secure your payment 100%, payments will be made through legitimate means so that you can take legal action if you are cheated. Below are our payment methods
Bank Account: Bank transactions are always the safest. Use an account in their name to transact with any organization. In this, you will have the payment document given by the bank and can present it as proof if necessary. To open a bank account in the name of the organization, you have to submit a trade license, office rent document, national identity card, tax certificate, and photo, so you can get help from the bank if necessary.
Bikash Merchant Account: For any business transaction, transactions should be done in Bikash Merchant Account because as a personal account Bikash, large payments are made. It cannot be done and if it is done it is not legal. As you know Bikash only provides merchant accounts to merchants. To open a Bkash merchant account, you need to submit your trade license, national identity card, tax certificate, and photographs to Bkash. For any reason, if you are cheated by a merchant, you can take legal action through Bkash.
Card payment: Card payment is as safe as a bank because all documents must be submitted to the gateway company to take the gateway. Moreover, the gateway company is liable to Bangladesh Bank. But if you want to use a payment gateway, you may have to pay extra charges.
We have all the above payment systems. You can pay us through any mode of your convenience.
বর্তমানে অনলাইন বিজনেস এর বড় অন্তরায় হচ্ছে অনিরাপদ লেনদেন। কিছু না জেনে না বুঝে ব্যাক্তিগত বিকাশ একাউন্টে পেমেন্ট করে অনেকেই প্রতারিত হবার খবর আমরা নিয়মিত পেয়ে থাকি পেপার/ফেসবুক এর মাধ্যমে। এক্ষেত্রে গ্রাহকদের সচেতন হওয়া প্রয়োজন। তাই আপনাদের পেমেন্ট কে ১০০% সিকিউরড করতে পেমেন্ট গুলি হবে আইনসিদ্ধ মাধ্যমে যাতে করে আপনি প্রতারিত হলে আইনানুগ ব্যাবস্থা নিতে পারেন। আমাদের পেমেন্ট মাধ্যমগুলি নিম্নে তুলে ধরা হলো
- ব্যাংক একাউন্টঃ সবসময় ব্যাংকে লেনদেন সর্বাধিক নিরাপদ। যেকোন প্রতিষ্ঠানের সাথে লেনদেন করতে তাদের নামের একাউন্ট ব্যাবহার করুন। এতে আপনার কাছে ব্যাংকের দেয়া পেমেন্ট ডকুমেন্ট থাকবে এবং প্রয়োজনে তা প্রমান হিসাবে উপস্থাপন করতে পারবেন। প্রতিষ্ঠানের নামে ব্যাংক একাউন্ট খুলতে ট্রেড লাইসেন্স, অফিস ভাড়ার দলিল, জাতীয় পরিচয়পত্র, ট্যাক্স সার্টিফিকেট, ছবি জমা রাখতে হয় ফলে প্রয়োজনে আপনি ব্যাংক থেকে সাহায্য নিতে পারবেন।
- বিকাশ মার্চেন্ট একাউন্টঃ যেকোন বিজনেস লেনদেন করতে বিকাশ মার্চেন্ট একাউন্টে লেনদেন করা উচিৎ কারন ব্যাক্তিগত একাউন্ট বিকাশ হিসাবে বড় পেমেন্ট করা যায়না এবং যদি করা হয় সেটাও আইনসিদ্ধ নয়। আপনারা জানেন বিকাশ শুধুমাত্র ব্যাবসায়ীদেরকে মার্চেন্ট একাউন্ট দিয়ে থাকে। বিকাশ মার্চেন্ট একাউন্ট খুলতে বিকাশের কাছে আপনার ট্রেড লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র, ট্যাক্স সার্টিফিকেট, ছবি জমা রাখতে হয়। কোন কারনে যদি আপনি কোন মার্চেন্ট দ্বারা প্রতারিত হন তাহলে বিকাশের মাধ্যমে আইনগত ব্যাবস্থা নিতে পারবেন।
- কার্ড পেমেন্টঃ কার্ডে পেমেন্ট ও ব্যাংকের মতই নিরাপদ কারন গেটওয়ে নিতে ব্যাংকের মত সব ডকুমেন্ট গেটওয়ে কোম্পানীতে জমা দিতে হয়। তাছাড়া গেটওয়ে কোম্পানী বাংলাদেশ ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকে। কিন্তু পেমেন্ট গেটওয়ে ব্যাবহার করতে চাইলে এক্সট্রা চার্জ দিতে হতে পারে।
আমাদের উপরিউক্ত সবগুলি পেমেন্ট সিস্টেম রয়েছে। আপনার সুবিধা মত যেকোন মাধ্যমে আপনি আমাদেরকে পেমেন্ট করতে পারবেন।